পরিবার থেকে শুরু করে সর্বত্র সবক্ষেত্রেই একটি বিষয় লক্ষ্যনীয় যে, মানুষ সবাই সফলতার কৃতিত্ব নিতে চায় কিন্তু কেহই ব্যর্থতার দায়ভার স্বীকার করতে চায় না। যেমন বর্তমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথা স্কুল-কলেজগুলোতে বেশিরভাগ স্কুল-কলেজের বেশিরভাগ শিক্ষকই প্রাইভেট পড়ানো ব্যবসার সঙ্গে জড়িত এবং দেখা যায় যে প্রাইভেট পড়ানো ব্যবসার সঙ্গে জড়িত বেশিরভাগ শিক্ষকই যেসব শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ান তাদেরকে প্রাইভেটে খুব সুন্দর করে পড়াশুনার বিষয়বস্তুগুলো শিখিয়ে থাকেন। কিন্তু সেই একই শিক্ষক স্কুলের ক্লাসে শিক্ষার্থীদেরকে মোটেও ততটা সুন্দরভাবে সেই জিনিসগুলো শেখান না। এজন্য বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে প্রাইভেট পড়া জিনিসটা আবশ্যিক হয়ে গেছে; কারণ ওই যে ক্লাসে ভালো না পড়ানোর সেই ঘাটতির জায়গাটা প্রাইভেট পড়েই পূরণ করতে হয়। এখন দেখবেন যে, প্রতিষ্ঠানের অবদানে পরীক্ষায় ভালো করেছে এমন দৃষ্টান্ত খুবই কম; শহরে এবং বিত্তশালী পরিবারে থাকে টিউশনির শিক্ষক আর গ্রামে ও মধ্যবিত্ত শ্রেণির জন্য থাকে প্রাইভেট ব্যাচ। স্কুল-কলেজের প্রতিষ্ঠানের শিক্ষায় ভালো ফলাফল হয় না। কিন্তু দেখবেন যে, যেসব শিক্ষার্থীরা প্রাইভেট পড়ে পরীক্ষায় ভালো করেছে স্কুল-কলেজের শিক্ষকরা এটাকে নিজেদের কৃতিত্ব হিসেবে গ্রহণ করে থাকে; কিন্তু যে শিক্ষার্থীগুলো শুধু স্কুল-কলেজের ক্লাসের পড়াশুনার উপর নির্ভরশীল ছিল এবং প্রাইভেট পড়তে পারেনি বলে পরীক্ষায় ভালো করতে পারেনি তাদের সেই ব্যর্থতার দায়ভারের ভাগ কিন্তু কোনো শিক্ষকই নিতে চায় না; অথচ তাদেরকে পড়ানোর দায়িত্বটা ছিল তাদেরই উপরে, প্রাইভেট পড়া তো একস্ট্রা বিষয়। স্কুলে তাদের শেখানোর দ্বারা যদি স্কুলের ফলাফল ভালো হয় সেই কৃতিত্বের দাবীদার শিক্ষকরা হতে পারেন; প্রাইভেট পড়ে ভালো করা শিক্ষার্থীদের সফলতার কৃতিত্বের দাবীদার তারা নন। অথচ প্রাইভেট পড়ে ভালো ফল করা শিক্ষার্থীদের সফলতার কৃতিত্ব তারা নিতে আগ্রহী কিন্তু যেটা তাদের রিয়েল রেজাল্ট অর্থাৎ প্রাইভেট না পড়া ছেলেমেয়েগুলোর মন্দ রেজাল্ট আর এর পেছনে যে তাদেরও আংশিক দায়ভার আছে সেটা তারা স্বীকার করতে চান না, এটাকে তারা পুরোটাই সেসব শিক্ষার্থীদের নিজেদের ব্যর্থতা ও অক্ষমতা হিসেবে দেখেন।
ছাত্র ভালো করলে শিক্ষক কৃতিত্ব নেন, কিন্তু ছাত্র খারাপ করলে শিক্ষক তার দায়ভারের ভাগ নিতে চান না।
পরিবারেও একই ঘটনা ঘটে থাকে। পরিবারের কেউ সফলতা লাভ করলে তার কৃতিত্ব পরিবারের সবাই নিয়ে থাকে, এবং এটা নেওয়াটা তাদের অধিকার; কারণ একজন মানুষের সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান থাকে তার পরিবারের। আবার তেমনিভাবে কারও কোনো কাজে ব্যর্থতার পেছনেও পারিবারিক অবস্থারও প্রভাব থাকে আর এক্ষেত্রে সেই ব্যর্থতার দায়ভারের ভাগ পরিবারের কেউ নিতে চায় না, এটাকে পুরোপুরি তার নিজের ব্যর্থতা ও নিজের অক্ষমতা হিসেবে মূল্যায়ন করা হয়। কেউ যদি সফল হয় তাকে নিয়ে সবাই গর্ব করে ও সেই সফলতার পেছনে নিজের কী কী অবদান আছে তা বলে থাকে, কিন্তু কোনো পরিবারে কেউ খারাপ করলে তার ব্যর্থতার পেছনে নিজেদের কোন কোন সীমাবদ্ধতা, অসহযোগিতা ও অবহেলা ছিল তা স্বীকার করে ব্যর্থতার দায়ভারের ভাগ নিতে চায় না।
কেউ যদি লাইফে সফলতা ও ব্যর্থতা এই দুটোরই স্বাদ পেয়ে থাকেন তাহলে সে এই বিষয়টা ভালো করে দেখেছে; একই মানুষগুলো একই মুখে দুই রকমের কথা বলে, সফল হলে একরকম আর ব্যর্থ হলে আরেক রকম।
আমার পারসোনাল লাইফেও আমি এই জিনিসটা খুব বেশি ফেস করেছি। আমার শর্ট টাইম মেমোরি লস সমস্যার কারণে আমি গত কয়েক বছর ধরে কোনো পরীক্ষায় ভালো করতে পারছি না। আমার এই ব্রেইনের সমস্যার সুত্রপাত পারিবারিক অস্বাভাবিক পরিস্থিতির কারণেই। আর এই সমস্যা ওভারকাম করার জন্য আমার একটা যে ধরণের অনুকূল পরিবেশ দরকার সেরূপ পরিবেশ পাওয়ার মতো উপায়ও নেই। আমার এই সমস্যা সৃষ্টির দায়ভার পরিবার নেবে না, এমনকি এ থেকে ওভারকামেও আমাকে হেল্প করবে না।
এই পৃথিবীর সবাই সফলতার কৃতিত্বের অংশীদার হতে চায় কিন্তু কেহই ব্যর্থতার দায়ভারের ভাগ নিতে চায় না।
তাই কামিনী রায়ের সেই মহান কবিতার কথা ভুলে যাও। আজকের প্রেক্ষাপট ভিন্ন; আজকের দিনে যার জন্য নিজের স্বার্থ ত্যাগ করবে সেই উল্টো আঘাত করবে। নিজের স্বার্থ ত্যাগ করে হতেম তাই হলে তাদের লাথি-গুতো খেতে হবে। আর, একবার অধিকার সচেতন হয়ে জীবনে সফল হয়ে দেখুন অন্যরা কতটা সমীহ করে এবং ভালোবাসে। এযুগে স্বার্থ ত্যাগ করে ভালোবাসা পাওয়া যায় না, বরং উল্টো অবহেলা ও তাচ্ছিল্যের শিকার হতে হয়।
© লেখক : মেহেদী হাসান।
বই : আই ডোন্ট কেয়ার (লেখা চলছে)।
আপনি কি স্মার্ট ইংরেজি শিখতে চান?
কিংবা,
ইংরেজিতে স্মার্ট রেজাল্ট করতে চান?
তাহলে,
দেখুন আমাদের প্যাকেজসমূহ:
[] Academic Package (JSC, SSC & HSC)
[] Standard Package (Speaking, Writing & Translating)
[] Competitive Package (For "Competitive English")
আমাদের এ প্রজেক্টের টপিকসমূহের নোট দেখতে এখানে—ক্লিক—করুন।
English Grammar Learning System (EGLS)
"100% Updated English Learning System for Professional English"
Learn English Easily |
LIFE English Learning Program
No comments:
Post a Comment